তিনশ’ আসনে ৩০৫৬ মনোনয়নপত্র জমা
ডেইলিইউকেবাংলা নিউজঃ একাদশ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৩০০ আসনে মোট ৩ হাজার ৫৬ জন মনোনয়পত্র দাখিল করেছেন।তবে, এর মধ্যে দলীয় বা স্বতন্ত্র প্রার্থী কত জন,তাদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।বুধবার (২৮ নভেম্বর) রাতে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এই তথ্য জানান।ইসি সচিব জানান,সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা-১৭ আসনে।এই আসনে মোট মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৭ জন।আর সবচেয়ে কম মনোনয়নপত্র জমা পড়েছে মাগুরা-২ আসনে।ওই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন।বিভাগ ভিত্তিক মনোনয়নপত্র জমার হিসাব দিয়ে ইসি সচিব জানান, রংপুর বিভাগে ৩৬১,রাজশাহী ৩৫৩,খুলনা ৩৫১,বরিশাল ১৮২,ময়মনসিংহ ২৩৬,ঢাকা ৭০৮,সিলেট ১৭৭ ও চট্টগ্রাম বিভাগে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬৭৮ জন।
অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া প্রসঙ্গে ইসি সচিব বলেন,এবারই প্রথম অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান যুক্ত হয়। তবে,এতে সেভাবে সাড়া মেলেনি।অনলাইনে মোট মনোনয়নপত্র দাখিল হয়েছে ৩৯টি।এরমধ্যে ২৩টি গ্রহীত হয়েছে।আরও আটটি দাখিল করা হয়েছে।এছাড়া এছাড়া আরও ৮জন তাদের জীবনবৃত্তান্ত দাখিল করেছেন।তবে এই ১৬ জনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।মোট মনোনয়নপ্রার্থীর সংখ্যা ছাড়াও মনোনয়নপত্র দাখিলকারী দলের সংখ্যাও জানা যায়নি বলে উল্লেখ করেন ইসি সচিব। তিনি বলেন,বিষয়টি আগামী কাল জানা যাবে।নির্বাচনি পরিবেশ প্রসঙ্গে ইসি সচিব বলেন,ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।কোথাও কোনও আচরণবিধি লঙ্ঘনের তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য,গত ৮ নভেম্বর নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে।এর চারদিনের মাথায় ইসি নির্বাচন একসপ্তাহ পিছিয়ে পুনঃতফসিল দেয়।তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৮ নভেম্বর।প্রার্থিতা বাছাই ২ ডিসেম্বর।মনোয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর।আর ভোট গ্রহণ করা হবে ৩০ ডিসেম্বর।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)