নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্র : এইচ টি ইমাম
ডেইলিইউকেবাংলা নিউজঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।আজ বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে এসব কথা বলেন এইচ টি ইমাম।এর আগে আওয়ামী লীগের ওই নির্বাচনী কার্যালয় পরিদর্শন করেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর বিল মোলার।এইচ টি ইমাম বলেন,বাংলাদেশে এখন নির্বাচনের যে পরিবেশ বিরাজ করছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র সন্তোষ প্রকাশ করেছে।আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের প্রায় রাজনৈতিক দল অংশ নিচ্ছে বলে মার্কিন দূতাবাসের এই কর্মকর্তা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের প্রশংসা করেন বলেও জানান এইচ টি ইমাম।
এইচ টি ইমাম সাংবাদিকদের বলেন,যুক্তরাষ্ট্র থেকে অনেক পর্যবেক্ষক আসবেন।আমরা তাদের কাছে বলেছি পর্যবেক্ষকরা যেখানে যাবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।কাজেই তোমরা আমাদের একটি তালিকা দিও।আগে থেকেই জানাতে হবে কোথায় তারা যাবেন,কী কী কাজ করবেন।এইচ টি ইমাম বলেন,ইউরোপীয় ইউনিয়ন তো পরিষ্কার বলেই দিয়েছে পার্লামেন্টে সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশে এখন একটি আদর্শ পরিবেশ বিরাজ করছে।এখানে অবজারভার (পর্যবেক্ষক) পাঠানোর কোনো দরকার নেই।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)