মন্ত্রিসভা থেকে বিদায় নিলেন প্রধানমন্ত্রী

ডেইলিইউকেবাংলা নিউজঃ মন্ত্রিসভার শেষ বৈঠক ছিল আজ সোমবার।এ কারণে মন্ত্রিসভা থেকে অনানুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উপস্থিত সবার উদ্দেশে শেখ হাসিনা বলেন,আমাদের বর্তমান সরকারের আমলে আর মন্ত্রিসভার বৈঠক হবে না।এ কথা বলে তিনি বিদায় নেন।মন্ত্রিসভা বৈঠকে অংশ নেওয়া একাধিক মন্ত্রীর সঙ্গে পৃথক পৃথকভাবে কথা বলে এসব কথা জানা গেছে।শেখ হাসিনা বলেন,আজ আমাদের মন্ত্রিসভার শেষ বৈঠক।এরপর মন্ত্রিসভার আর কোনো বৈঠক হবে না।সবাই নিজ নিজ এলাকায় চলে যাবেন নির্বাচনী কাজে।আর দেখা হবে না।তিনি বলেন,আগামী নির্বাচনে জনগণ কাকে ভোট দেবেন এটা তারাই জানেন।পরবর্তীতে নতুন সংসদ হবে, নতুন কেবিনেট হবে,সেখানে কারা আসবে সেটা তো এখনই বলা যায় না।সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x