বিএনপির ১৪১, আ.লীগের ৩ মনোনয়নপত্র বাতিল
ডেইলিইউকেবাংলা নিউজঃ সারা দেশে বিএনপির ১৪১ জনের এবং আওয়ামী লীগের ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।সোমবার নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয় শেষে রিটার্নিং কর্মকর্তারা ইসিতে যে তথ্য পাঠিয়েছেন সেগুলো বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।জানা যায়,৩০০ আসনে বিএনপির মোট ৬৯৬ জন প্রার্থী নির্ধারিত সময়ে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।এর মধ্যে বাছাইয়ে ১৪১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।বর্তমানে ৫৫৫ জন প্রার্থী বৈধ হিসেবে রয়েছেন।এদিকে,আওয়ামী লীগের মোট ২৮১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।এর মধ্যে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।বর্তমানে দলটির বৈধ ২৭৮ জন প্রার্থী রয়েছে।২ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন।সারা দেশে দাখিল করা ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র বাছাইয়ের পর ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ এবং ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।বাতিল হওয়া প্রার্থীরা বুধবার পর্যন্ত আপিল শুরু করতে পারবেন।৬, ৭ ও ৮ ডিসেম্বর আপিল শুনানি করে নিষ্পত্তি করবে কমিশন।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)