প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৮২ আপিল

ডেইলিইউকেবাংলা নিউজঃ প্রার্থিতা বাতিল হয়েছে এমন ৮২ জন ব্যক্তি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন।রবিবার (২ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তাদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের পরদিন আজ সোমবার (৩ ডিসেম্বর) আপিল করেন তারা।রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী বুধবার পর্যন্ত ইসিতে আপিল করা যাবে।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে ৬ থেকে ৮ ডিসেম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।আপিলকারীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন বিএনপির মীর নাসির,রেজা কিবরিয়া ও গোলাম মওলা রনি এবং স্বতন্ত্র প্রার্থী হিরো আলম।

রবিবার দেশের ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তারা যাচাই-বাছাই শেষে অবৈধদের প্রার্থিতা বাতিল করে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করে।ইসির তথ্য অনুযায়ী,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট তিন হাজার ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।এরমধ্যে বাতিল হয় ৭৮৬টি।বাতিল হওয়ার পর প্রার্থী দাঁড়ায় ২ হাজার ২৭৯ জনে।ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন,যেসব মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হয়েছে,সেসব প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে ৫ ডিসেম্বর পর্যন্ত কমিশনে আপিলের সুযোগ পাবেন।৬,৭,৮ ডিসেম্বর আপিল শুনানি করে নিষ্পত্তি করবে কমিশন।আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ৩০ ডিসেম্বর ভোট হবে।এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন,আজসহ তিন দিন সংক্ষুব্ধ ব্যক্তিবর্গ ইসিতে আপিল করতে পারবেন।এরপর কমিশন বসে আপিল শুনানি করে সিদ্ধান্ত দেবেন।তারপরও কেউ সংক্ষুব্ধ থাকলে উচ্চ আদালতে যেতে পারবেন।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x