ভিকারুননিসার অধ্যক্ষসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ডেইলিইউকেবাংলা নিউজঃ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর (১৫) মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ তিনজনকে আসামি করে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় অরিত্রীর বাবা দিলিপ অধিকারী আত্মহত্যার প্রোরচনার অভিযোগে মামলাটি দায়ের করেন।মামলা নম্বর ১০।পল্টন থানার ডিউটি অফিসার এসআই সুজন তালুকদার  এ তথ্য নিশ্চিত করেছেন।এসআই সুজন বলেন,আত্মহত্যার প্রোরচনার অভিযোগ থানায় একটি মামলা করা হয়েছে।এতে ভিকারুননিসার অধ্যক্ষ নাজনীন ফেরদাউস,প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও ক্লাস টিচার হাসনে হেনাকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য,সোমবার (৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শান্তি নগরের ২৩/২৪ বাসার একটি কক্ষ থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর লাশ উদ্ধার করা হয়।ফাইনাল পরীক্ষা দিতে না দেওয়ায় সে আত্মহত্যা করে বলে অভিযোগ উঠে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x