ভিকারুননিসার ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
ডেইলিইউকেবাংলা নিউজঃ অভিভাবককে ডেকে শিক্ষকের অপমানের জেরে অরিত্রি অধিকারী নামে এক শিক্ষার্থীর আত্মহত্যা ঘিরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।শিক্ষার্থীদের বিক্ষোভের দ্বিতীয় দিনে বুধবার দুপুর সোয়া ১২টার কিছু পর এ ঘোষণা দেয় স্কুল পরিচালনা পর্ষদ।পর্ষদের শিক্ষক প্রতিনিধি ও সিনিয়র শিক্ষক হাসিনা বেগম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।বুধবার সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ভিকারুননিসা স্কুল ক্যাম্পাস।অরিত্রির আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে তারা নানা স্লোগান দিতে থাকেন।শান্তিপূর্ণ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা স্কুলের মূল ফটকে অবস্থান নেয়।
নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘শাসন করুন অপমান নয়,কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে আর কত শিক্ষার্থী প্রাণ দেবে,’‘শিক্ষার্থীদের অপরাধের শাস্তি যদি টিসি হয়,তবে শিক্ষকদের অপরাধের শাস্তি কী হবে?বলে স্লোগান দেন।প্রথম ও দ্বিতীয় শ্রেণির অভিভাবকদের অভিযোগ,শিক্ষকরা কখনও শিশুদের সমস্যা নিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলতে চান না।এমনকি শিক্ষার্থীদের কোনো সমস্যা নিয়ে গেলে সমাধান করার চেষ্টা করে না।এ সময় শিক্ষার্থী ও অভিভাবকরা অধ্যক্ষ ও গভর্নিংবডির সদস্যদের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন।এটি একটি হত্যাকাণ্ড উল্লেখ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।অধ্যক্ষের ভর্তি-বাণিজ্যের কারণে তার শাস্তিও দাবি করেন।
এর পরই পরিচালনা পর্ষদ স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয়।
এদিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিন শিক্ষককে বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।সেই সঙ্গে তাদের এমপিও বাতিলের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করাসহ আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে এ তিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিল শিক্ষা মন্ত্রণালয়।বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।অভিযুক্ত তিন শিক্ষক হলেন-ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস,প্রভাতী শাখার প্রধান জিন্নাত আরা এবং শ্রেণি শিক্ষক হাসনা হেনা।
শিক্ষামন্ত্রী জানান,শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্তে শিক্ষার্থী অরিত্রি আত্মহননের প্ররোচনার জন্য এ তিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় তাদের বরখাস্ত ও বিভাগীয় মামলাসহ অন্য আইনানুগ ব্যবস্থাগ্রহণেরও নির্দেশ দেয়া হয়েছে।এই তিন শিক্ষকের এমপিও বাতিল করারও সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অরিত্রির বাবা দিলীপ অধিকারী যে মামলা করেছেন,তাতেও ওই তিন শিক্ষককে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত,নবম শ্রেণির ছাত্রী অরিত্রির বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষায় নকল করার অভিযোগ এনেছিল।এ জন্য অরিত্রির মা-বাবাকে ডেকে নেন ভিকারুননিসার অধ্যক্ষ।তাদের ডেকে মেয়ের সামনেই অপমান করে বলেন,সিদ্ধান্ত হয়েছে অরিত্রিকে নকলের অভিযোগে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়া হবে।এ অপমান সইতে না পেরে বাসায় এসে অরিত্রি আত্মহত্যা করে।পুলিশ ও পরিবারের তথ্যানুযায়ী,সোমবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর শান্তিনগরে সাততলা ভবনের সপ্তম তলায় নিজ ফ্ল্যাটে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অরিত্রিকে পাওয়া যায়।এর পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসকরা অরিত্রিকে মৃত ঘোষণা করেন।ওই ছাত্রীর গ্রামের বাড়ি বরগুনা সদরে।অরিত্রির বাবা দিলীপ কুমার একজন সিঅ্যান্ডএফ ব্যবসায়ী।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)