ইসি-সরকার আঁতাতের প্রমাণ দিন: কাদের

ডেইলিইউকেবাংলা নিউজঃ ধানের শীষের প্রার্থীদের মনোনয়ন বাতিলের ক্ষেত্রে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের আঁতাত ছিল বলে বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে,তার পরিপ্রেক্ষিতে তথ্য-প্রমাণ দিতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।ওবায়দুল কাদের আজ বুধবার সকালে বিএনপির নেতাদের উদ্দেশে বলেন,সরকারের সঙ্গে আঁতাত করে নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করেছে,প্রমাণ কী? তথ্য-প্রমাণ দিতে হবে।অন্ধকারে ঢিল ছুড়লে হবে না।সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এখন যাঁরা নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলবেন,তাঁরা নির্বাচন বানচালেরই চক্রান্ত করছেন।এর আগে আজ সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন হাইকোর্ট এলাকায় তাঁর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x