অাপিলের শেষ দিনে ইসিতে প্রার্থীদের ভিড়
ডেইলিইউকেবাংলা নিউজঃ রিটার্নিং কর্মকর্তারা যাচাই-বাছাই শেষে সারা দেশে একাদশ সংসদ নির্বাচনে আগ্রহী ৭৮৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন। প্রার্থিতা ফিরে পেতে বুধবার তৃতীয় দিনের মতো তারা আপিলের জন্য নির্বাচন কমিশনে (ইসি) ভিড় করছেন।আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আবেদনের শেষ দিনে বুধবার সকাল ১০টা থেকে বাদ পড়া প্রার্থীদের আবেদন নেয়া হচ্ছে।শেষ দিন হওয়ায় সকাল থেকেই প্রার্থী ও তাদের অনুসারীদের জড়ো হয়ে তথ্য-প্রমাণসহ ইসিতে আপিল করতে দেখা গেছে।আপিল গ্রহণের জন্য নির্বাচন ভবন চত্বরে ৮টি বুথ স্থাপন করেছে নির্বাচন কমিশন।প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা বুথ করা হয়েছে।প্রার্থী বা তার মনোনীত প্রতিনিধিরা কমিশন চত্বর বুথে আপিল দায়ের করছেন।আপিলের প্রথম দিনে সোমবার মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের ৮৪ জন ইসিতে আবেদন করেছেন।আর আপিলের দ্বিতীয় দিন মঙ্গলবার মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের ২৩৪ জন ইসিতে আপিল করেছেন।সেই হিসাবে গত দুদিনে ৩১৮ প্রার্থী আপিল করেছেন।ইসি ৬-৮ ডিসেম্বর পর্যন্ত আপিলগুলোর শুনানি করে সিদ্ধান্ত দেবে।তফিসল অনুযায়ী,একাদশ সংসদে ভোটগ্রহণ করা হবে ৩০ ডিসেম্বর। প্রত্যাহার ৯ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)