পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
ডেইলিইউকেবাংলা নিউজঃ বেগম রোকেয়া পদক-২০১৮ পেয়েছেন পাঁচ বিশিষ্ট নারী। তারা হলেন সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জিন্নাতুনেসা তালুকদার,অধ্যাপক জোহরা রিচ,শিলা রায়, রমা চৌধুরী (মরণোত্তর) এবং রোকেয়া বেগম (মরণোত্তর)।রবিবার (৯ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেগম রোকেয়া দিবস উদযাপন এবং রোকেয়া পদক-২০১৮ প্রদান অনুষ্ঠানে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জীবীত পুরস্কারপ্রাপ্তদের মধ্যে জিন্নাতুনেসা তালুকদার এবং অধ্যাপক জোহরা রিচ প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। শিলা রায়ের পক্ষ থেকে গৌরী রাণী ভট্টাচার্য, প্রয়াত রমা চৌধুরীর পক্ষে তার ছেলে জহরলাল চক্রবর্তী এবং রোকেয়া বেগমের পক্ষ থেকে তার মেয়ে শারমিন জাহান পুরস্কার গ্রহণ করেন।মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম সূচনা বক্তব্য রাখেন।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)