শহীদ বুদ্ধিজীবী দিবসে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
ডেইলিইউকেবাংলা নিউজঃ শহীদ বুদ্ধিজীবী দিবসের জন্য বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ।১৪ ডিসেম্বর শুক্রবার সকাল ৬টা থেকে বেলা সাড়ে ৯টা পর্যন্ত সব ধরনের যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহনকে (বাস,ট্রাক,হিউম্যান হলার,থ্রি হুইলার,রিক্সা,রিক্সা-ভ্যান ইত্যাদি) মিরপুর মাজার রোড (মাজার রোড ক্রসিং থেকে মিরপুর ১ নং ক্রসিং পর্যন্ত) হয়ে চলাচল না করার অনুরোধ জানানো হয়েছে।মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দের যাতায়াতের সময় যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।উল্লেখিত সময়ে বিকল্প সড়ক রাস্তা ব্যবহারের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।বুধবার (১২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিকল্প সড়ক
১. যেসব যানবাহন আশুলিয়ার দিক থেকে বেড়িবাঁধ দিয়ে মিরপুরের দিকে আসবে সেগুলো নবাবেরবাগ ক্রসিং থেকে বামে মোড় নিয়ে শাহআলী থানা রোড ব্যবহার করবে।
২. যেসব যানবাহন মাজার রোড ক্রসিং হয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করবে,সেসব যানবাহন টেকনিক্যাল মোড় থেকে বামে দারুসসালাম রোড ব্যবহার করবে।
৩. যেসব যানবাহন মিরপুর-১০ নং থেকে মাজার রোড হয়ে গাবতলীর দিকে যাবে,সেসব যানবাহন মিরপুর-১ নং থেকে বামে দারুসসালাম রোড ব্যবহার করে টেকনিক্যাল মোড় হয়ে যাবে।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)