আমেরিকা অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায় : রাষ্ট্রদূত

ডেইলিইউকেবাংলা নিউজঃ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন,আমেরিকা বাংলাদেশে অবাধ,গ্রহণযোগ্য,নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায়।’

আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন, ‘নির্বাচন গ্রহণযোগ্য না হলে এবং ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে।ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরুর পর সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত।এ সময় তিনি বলেন,নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা কাম্য নয়।সহিংসতা পরিহার করে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থাকার জন্য তিনি সব পক্ষের প্রতি আহ্বান জানান।

রবার্ট মিলার আরো বলেন,শান্তিপূর্ণভাবে সবাই সমান সুযোগ ভোগ করুক।আশা করছি,নির্বাচন কমিশন এটা নিশ্চিত করবে।বাংলাদেশে গণতন্ত্র মজবুত হোক,এটাই চায় আমেরিকা।আমি তিন বছরের অ্যাসাইনমেন্ট নিয়ে এখানে এসেছি।এরই মধ্যে আমি এ দেশটাকে নিজের দেশ বলেই মনে করি।আমরা চাই,নির্বাচনকে কেন্দ্র করে সব পক্ষ শাম্ত থাকুক,যোগ করেন মিলার।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x