বিচারপতির প্রতি খালেদা জিয়ার আইনজীবীর অনাস্থা

ডেইলিইউকেবাংলা নিউজঃ আজ বৃহস্পতিবার জে বি এম হাসানের বেঞ্চে শুনানির জন্য ১,২ ও ৩ নম্বরে রাখা হয় রিট তিনটি।গতকাল বুধবার প্রধান বিচারপতি এই বেঞ্চ ঠিক করে দেন।আজ দুপুর ২টা ১০ মিনিটে রিটের শুনানি শুরু করেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।শুনানি শেষে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন,আমি আদালতকে বলেছি,বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই তিনটি রিট হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এর আগে শুনানি হয়েছে। সেখানে জ্যেষ্ঠ বিচারপতি খালেদা জিয়ার ভোটের পক্ষে মত দিয়েছেন।কোনো রিট সিনিয়র বেঞ্চে শুনানির পর জুনিয়র বেঞ্চে আবার শুনানি করা ঠিক নয়।

তিনি বলেন,আজকে আমাদের জ্যেষ্ঠ আইনজীবীরা ছিলেন না।ফলে এ মামলার শুনানির জন্য আমরা প্রস্তুত না। আর আমরা এখানে শুনানি করতেও রাজি না।তাই অনাস্থা প্রদান করছি।তখন আদালত এ বিষয়ে লিখিত দিতে বলেন।আমি তখন বলি,আজ তো লিখিত নিয়ে আসি নাই।সোমবার পর্যন্ত সময় দেন।আদালত তখন এ বিষয়ে শুনানির জন্য সোমবার পর্যন্ত মুলতবি রাখেন।

এর আগে গত মঙ্গলবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র ফিরে পেতে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিটের বিভক্ত আদেশ দিয়েছিলেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও মো.ইকবাল কবিরের দ্বৈত বেঞ্চ থেকে সাবেক প্রধানমন্ত্রীর ভোটের ব্যাপারে এ বিভক্ত আদেশ আসে।পরে হাইকোর্টের দেওয়া দ্বৈত আদেশ বিস্তারিত লেখার জন্য নথি ফেরত পাঠানো হয়।দুপুরে বিস্তারিত লিখে আদেশ জমা দেওয়ার পর প্রধান বিচারপতি বিকেলে নতুন করে এ বিষয়ে শুনানির জন্য বেঞ্চ গঠন করে দেন।

এর মধ্যে জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন যে রায় দিয়েছিল,তা স্থগিত ঘোষণা করেন এবং কেন এই আদেশ অবৈধ ঘোষণা করা হবে না,সেই মর্মে রুল জারি করেন।পাশাপাশি খালেদা জিয়ার মনোনয়নপত্র গ্রহণ করে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণার আদেশ আসে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতির কাছে থেকে।জ্যেষ্ঠ বিচারপতির আদেশের সঙ্গে দ্বিমত পোষণ করেন বেঞ্চের অপর বিচারপতি মো.ইকবাল কবির।তিনি খালেদা জিয়ার আদেশ খারিজ করে দেওয়ার মত দেন।

এর ফলে খালেদা জিয়া ভোটে ফিরতে পারবেন কি না,তা আপাতত অমীমাংসিতই রয়ে যায়।নিয়ম অনুসারে, বিষয়টি প্রধান বিচারপতির কাছে যায়।প্রধান বিচারপতি এ বিষয়ে শুনানির জন্য তৃতীয় একটি বেঞ্চ গঠন করেন। সেই বেঞ্চই এ ব্যাপারে চূড়ান্ত আদেশ দেবেন।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x