নির্বাচনের মতো বড় আয়োজনে বিচ্ছিন্ন ঘটনা ঘটবেই : সিইসি

ডেইলিইউকেবাংলা নিউজঃ মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন (সিইসি) কে এম নুরুল হুদা।এসময় তিনি বলেন,সংসদ নির্বাচনের মতো বড় আয়োজনে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটবেই, নির্বাচনে সংঘাতের বিষয়টি একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।রবিবার (১৬ ডিসেম্বর) স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে একাত্তরের শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।বিভিন্ন জায়গায় সংঘাতের ব্যাপারে নুরুল হুদা বলেন,কোথাও কোথাও কিছু সমস্যা হচ্ছে।এটা এত বড় নির্বাচনে একেবারে উড়িয়ে দেওয়া যায় না।তবে সবকিছু নিয়ন্ত্রণের মধ্যেই আছে।’সিইসি বলেন,আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি নির্বাচন সুষ্ঠু হবে।নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে সে রকম অবস্থা সৃষ্টি হয়েছে।শ্রদ্ধা নিবেদনের সময় নুরুল হুদার সঙ্গে অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।শ্রদ্ধা নিবেদন শেষে তারা সেখানে কয়েক মিনিট নীরাবতা পালন করেন।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x