ড. কামালের গাড়িবহরে হামলার ঘটনায় মামলা
ডেইলিইউকেবাংলা নিউজঃ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড.কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।রোববার ঐক্যফ্রন্টের প্রার্থী সৈয়দ মো.আবু বকর সিদ্দিক ১২ জনের নাম উল্লেখ করে দারুস সালাম থানায় মামলাটি করেন।শুক্রবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কাছে ড.কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।এতে ১০ জন আহত হন।
দারুস সালাম থানা সূত্রে জানা গেছে,মামলায় শাহ আলী শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুফিজুল ইসলাম শুভ,দপ্তর সম্পাদক মো.রনি,স্বেচ্ছাসেবক লীগের দারুস সালাম শাখার আহ্বায়ক মো.ইসলাম,কর্মী মো. বাদল,মো.জুয়েল,শেখ ফারুক ওরফে টোকাই ফারুক,যুবলীগ নেতা মো.সোহেল,ছাত্রলীগের দারুস সালাম শাখার প্রধান শেখ রাজন,শাহ আলী শাখার সভাপতি মো. জাকির,সাধারণ সম্পাদক সৈকত,কর্মী নাবিল ও শাওনকে আসামি করা হয়েছে।উপপরিদর্শক (এসআই) মো. জুনায়েদকে মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)