ভোটের পরিবেশ না থাকার অভিযোগ ভিত্তিহীন: সিইসি

ডেইলিইউকেবাংলা নিউজঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই- এমন অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার সকালে রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিন পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।সিইসি বলেন,সবাই সুষ্ঠুভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারছেন।এতে বুঝা যাচ্ছে,নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রয়েছে।এ সময় সিইসি আরও বলেন,তিন পার্বত্য জেলার মানুষ ভিন্ন,তারা শান্তিপূর্ণ মনোভাবের।সমতলের ন্যায় পার্বত্য এলাকায়ও সুষ্ঠু নির্বাচন হবে।নির্বাচন সফল করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।সভায় নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী,নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ,চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো.আব্দুল মান্নান,চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকসহ তিন পার্বত্য জেলার সামরিক-বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x