ভোটের দিন ইন্টারনেটের গতি কমতে পারে
ডেইলিইউকেবাংলা নিউজঃ ভোটের দিন ইন্টারনেটের গতি কমিয়ে আনার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ।বুধবার সকালে আগারগাঁওয়ে ইটিআই ভবনে নির্বাচনের দিন সফটওয়্যার সংক্রান্ত ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস),ক্যান্ডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) বিষয়ক প্রশিক্ষণে তিনি এ নিয়ে কথা বলেন।বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা ইন্টারনেটের গতি কমিয়ে আনার অনুরোধ জানিয়েছেন উল্লেখ করে প্রশিক্ষণার্থীদের কাছে ইসি সচিব জানতে চান,ভোটের দিন ইন্টারনেটের গতি কমিয়ে আনলে কি নির্বাচনের ফল পাঠাতে খুব অসুবিধা হবে?’
জবাবে প্রশিক্ষণার্থীরা জানান সমস্যা হবে।তখন সচিব প্রশ্ন করেন,আপনারা রেজাল্ট পাঠাবেন কখন থেকে? বিকাল পাঁচটা থেকে।পাঁচটার আগ পর্যন্ত যদি গতি কম থাকে?’
তখন প্রশিক্ষণার্থীরা জানান,তাহলে কোনও সমস্যা নেই।পরে সচিব বলেন,তাহলে ইন্টারনেটের গতি ভোটের দিন বিকাল চারটার পরে ফুল স্পিডে থাকলে কোনও সমস্যা হবে না বলে মনে করছি।প্রশিক্ষণার্থীদের উদ্দেশে ইসি সচিব আরও বলেন,ভোটের ফল নিয়ে আপনারা খুব সতর্ক হয়ে কাজ করবেন।একটাসংখ্যার এদিক সেদিক হলে কিন্তু ওই এলাকায় মারামারি শুরু হয়ে যাবে।আপনারা খুব সতর্কতার সঙ্গে,সুন্দরভাবে,ঠান্ডামাথায় এ কাজটা করবেন।প্রশিক্ষণে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ও ইটিআই’র মহাপরিচালক মোস্তফা ফারুকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)