বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা
ডেইলিইউকেবাংলা নিউজঃ জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নেতারা ধানমণ্ডিতে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।বুধবার নবনির্বাচিত সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে কমিটির কর্মকর্তা ও সদস্যরা বঙ্গবন্ধুর প্রতি এই শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল,বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য্য,প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সিনিয়র সহসভাপতি মো. ওমর ফারুক,সহসভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়া,যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী ও মাঈনুল আলম, কোষাধ্যক্ষ শ্যামল দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।এ নির্বাচনে ক্লাবের ১৭টি পদের মধ্যে ব্যবস্থাপনা কমিটির ৩টি সদস্যপদ ছাড়া বাকি সব পদেই নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে মুক্তিযুদ্ধের পক্ষের সাইফুল-ফরিদা প্যানেল।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)