চার ওসি ও এক ডিসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির

ডেইলিইউকেবাংলা নিউজঃ গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা সেবাষ্টিন রেমা এবং ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোহাম্মদ সাইফুল হাসানসহ চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে বুধবার (১৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ও মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর কাছে একটি করে চিঠি দেওয়া হয়েছে।ইসির সহকারী সচিব নুর নাহার স্বাক্ষরিত এ নির্দেশনা বুধবার পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

ইসি সূত্র জানায়,কাজে সন্তুষ্ট না হওয়ায় গাইবান্ধার ডিসি সেবাষ্টিন রেমাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। আর বাবা অধ্যক্ষ ইউনুস কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী হওয়ায় ফরিদপুরের এডিসি মোহাম্মদ সাইফুল হাসানকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া,ঢাকার রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম,নোয়াখালীর সোনাইমুড়ী থানার ওসি আবদুল মজিদ,ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান ও ব্রাক্ষ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি কবির হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র জানায়,নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ি আংশিক) আসনের বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনকে গুলির অভিযোগে সোনাইমুড়ী থানার ওসি আবদুল মজিদ, ঠাকুরগাঁয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় এ জেলার সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান,মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনায় রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম ও বিএনপির বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ব্রাক্ষ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি কবির হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x