বাগেরহাটে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৩

ডেইলিইউকেবাংলা নিউজঃ বাগেরহাটের রামপাল উপজেলায় গাছের সঙ্গে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন ১২ জন।বুধবার রাত সাড়ে ৩টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে।তারা হলেন- রামপাল উপজেলা পেড়িখালী গ্রামের আবু তাহেরের ছেলে ফেরদাউস (৪২), বাস হেলপার মো. কামরুল (৪৫)।তিনি মোংলা পৌরসভার মাদ্রাসা সড়কের সরোয়ার হোসেনের ছেলেকাটাখালী হাইওয়ে থানার ওসি মলয়েন্ত্র চন্দ্র রায় জানান,রাতে আল-আরাফাত পরিবহনের একটি বাস ঢাকা থেকে মংলা যাচ্ছিল।রামপালের সোনাতুনিয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন।আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ ও মংলায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x