ঐক্যফ্রন্টের প্রার্থীর মৃত্যুতে গাইবান্ধা-৩ আসনের নির্বাচন স্থগিত

ডেইলিইউকেবাংলা নিউজঃ নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন,গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড.টি আই এম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ায় এ আসনের নির্বাচন স্থগিত থাকবে।

আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব এসব কথা বলেন।হেলালুদ্দীন আহমদ বলেন,আইনে যেটা বলা আছে যে,ওই আসনে স্থগিত করা হবে।স্থানীয় রিটার্নিং কর্মকর্তা তাঁর মৃত্যুর সনদপত্রসহ আমাদের কাছে অফিশিয়ালি জানাবেন।জানালে পরে নির্বাচন কমিশনারবৃন্দ সিদ্ধান্ত দেবেন।ইসি সচিব বলেন,স্বাভাবিকভাবে আইনে যেটা আছে,ওই আসনের নির্বাচন ৩০ ডিসেম্বর যে নির্বাচন,সেই নির্বাচনে এই আসন স্থগিত করা হবে।পরবর্তী সময়ে এটা পরে পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭(১)-এ বলা আছে,কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারা গেলে রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তি দেবেন।ওই আসনে নির্বাচনের সব কার্যক্রম বন্ধ থাকবে।ফজলে রাব্বীর বয়স হয়েছিল ৮৪ বছর। গাইবান্ধা-৩ আসনে তিনি ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।আজ বৃহস্পতিবার ভোরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।ফজলে রাব্বী চৌধুরী দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ,উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।ফজলে রাব্বীর তিন ছেলে ও দুই কন্যাসন্তান রয়েছে।তিনি পলাশবাড়ী উপজেলার তালুকজামিরা গ্রামের বাসিন্দা ছিলেন।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x