মেহজাবিন চৌধুরীর মৃত্যুতে শোক রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

ডেইলিইউকেবাংলা নিউজঃ বৃহস্পতিবার ভোরে জাতীয় সংসদের সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর স্ত্রী মেহজাবিন চৌধুরী মারা গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।১৯৭৫ সালের ১৫ অাগস্ট বঙ্গবন্ধু নিহত হওয়ার পর শেখ হাসিনা ও শেখ রেহানাকে আশ্রয় দেওয়াসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন সে সময় কূটনেতিক দায়িত্বে থাকা হুমায়ুন রশীদ চৌধুরী ও মেহজাবিন চৌধুরী।তাঁর মৃত্যুর খবরে এক শোক বাণীতে রাষ্ট্রপতি মেহজাবির চৌধুরী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।মেহজাবিন চৌধুরীর মৃত্যুর খবর শুনে বৃহস্পতিবার সকালে তার লালমাটিয়ার বাসায় যান শেখ হাসিনা ও শেখ রেহানা।তারা শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের সমবেদনা জানান।রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান যান মেহজাবিন চৌধুরী।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x