কবি হাবীবুল্লাহ সিরাজী বাংলা একাডেমির নতুন মহাপরিচালক

ডেইলিইউকেবাংলা নিউজঃ বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে বিশিষ্ট কবি হাবীবুল্লাহ সিরাজীকে। তিন বছর মেয়াদে এ নিয়োগ পেয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে হাবীবুল্লাহ সিরাজী তার দায়িত্বভার দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় বাংলা একাডেমির সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।

দেশের একজন অগ্রগণ্য কবি হাবীবুল্লাহ সিরাজী। তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৩২। এছাড়া উপন্যাস, শিশুতোষ গ্রন্থ, প্রবন্ধ, স্মৃতিকথা মিলিয়ে অর্ধ শতাধিক গ্রন্থের লেখক তিনি।

হাবীবুল্লাহ সিরাজীর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- দাও বৃক্ষ দাও দিন, মোমশিল্পের ক্ষয়ক্ষতি,মধ্যরাতে দুলে ওঠে গ্লাশ, নোনা জলে বুনো সংসার, সিংহদরজা, বেদনার চল্লিশ আঙুল, কতো কাছে জলছত্র, কতোদূর চেরাপুঞ্জি, সারিবদ্ধ জ্যোৎস্না, বিপ্লব বসত করে ঘরে, কাদামাখা পা, যমজ প্রণালী।লেখালেখির জন্য একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x