চট্টগ্রামে নৌকার প্রচারণায় নেমেছেন তারকারা

ডেইলিইউকেবাংলা নিউজঃ চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে নৌকায় ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন অভিনেতা-অভিনেত্রীসহ চলচ্চিত্র জগতের তারকারা।বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে এই প্রচারণার উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম।তারাকাদের মধ্যে প্রচারণায় অংশ নিয়েছেন- চিত্রনায়ক রিয়াজ,ফেরদৌস,শাকিল খান,সায়মন সাদেক,নট্য অভিনেতা শাহরিয়ার নাজিম জয়,মাহফুজ আহমেদ,মীর শাব্বির,প্রণিল ও আসিফ।অভিনেত্রীদের মধ্যে রয়েছেন- জ্যোতিকা জ্যোতি,রোকেয়া প্রাচী,অরুণা বিশ্বাস,সুইটি, ঈশিকা আজিজ,তারিন আহমেদ প্রমুখ।

তারকা শিল্পীদের এই দলটি সারাদিন চট্টগ্রাম নগরের বিভিন্ন আসনে প্রচারণা চালাবেন।বিকেলে রাঙ্গুনিয়ায় ড. হাছান মাহমুদের নির্বাচনী আসনে প্রচারে যাওয়ার কথা রয়েছে তাদের।এদিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে শিল্পীদের প্রচারণা দেখতে কৌতুহলী মানুষের ভীড় জমে।প্রচারণায় অংশ নিয়ে তারকা শিল্পীরা উন্নয়নের অগ্রযাত্রা ও সংস্কৃতি সুস্থ ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চান।অভিনেতা শাহরিয়ার নাজিম জয় বলেন,আমরা অভিনয় শিল্পীরা শেখ হাসিনার পক্ষে সব জায়গায় যাচ্ছি।সকল শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়েছি নৌকাকে বিজয়ী করতে।নৌকার কোনো বিকল্প নেই।আপনাদের ভালোবাসা নিয়ে কাজ করেছি।এই ভালোবাসা থেকে সবার কাছে অনুরোধ নৌকার প্রার্থী যেখানে যেখানে আছে তাদের বিজয়ী করবেন।

শাকিল খান বলেন,নৌকার সকল প্রার্থীকে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।অভিনেত্রী তারিন বলেন,প্রতিটি ভোটই অত্যন্ত মূল্যবান।যারা নতুন ভোটার আছেন,তাদের প্রতি আহ্বান তারা যেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল আওয়ামী লীগ কে ভোট দেয়।কারণ আমরা চাই না দেশ আরও পিছিয়ে যাক।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x