বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলি

ডেইলিইউকেবাংলা নিউজঃ বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন রিভা গাঙ্গুলি।তিনি বিদায়ী হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হলেন।বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলি সংসদ নির্বাচনের পরপরই দায়িত্ব বুঝে নেবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।১৯৬১ সালে জন্ম নেওয়া রিভা গাঙ্গুলি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।১৯৮৬ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগদানের আগে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদে অধ্যাপনা করেন।বর্তমানে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x