নির্বাচনের তিনদিন চৌহদ্দির বাইরে যেতে মানা রোহিঙ্গাদের

ডেইলিইউকেবাংলা নিউজঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে ভোটের আগে-পরে তিনদিন রোহিঙ্গা শরণার্থীরা যাতে ক্যাম্পের বাইরে যেতে না পারে সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার উপসচিব মো.আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়,আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রোহিঙ্গারা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে অথবা কোনো দুষ্কৃতকারী তাদের ব্যবহার করতে না পারে সেজন্য বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন।এ লক্ষ্যে কোনো রোহিঙ্গা যেন ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ৩১ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ক্যাম্পের চৌহদ্দি থেকে বের হতে না পারে অথবা অন্যত্র গমন করতে না পারে,সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য নিবাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এই সময়ের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে যাতে কোনো এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী প্রবেশ করতে না পারে তার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।তবে খাদ্য,ত্রাণ বা জরুরি স্বাস্থ্যসেবার জন্য ক্যাম্পে প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না বলেও উল্লেখ করা হয়েছে ওই নির্দেশনায়।নির্দেশনা সংক্রান্ত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব,মহাপুলিশ পরিদর্শক,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব,চট্টগ্রাম বিভাগীয় কমিশনার,কক্সবাজার,শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার,চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক,কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা,কক্সবাজার পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x