ড. কামালের চেম্বারে পুলিশ, নিরাপত্তা নিয়ে আলোচনা
ডেইলিইউকেবাংলা নিউজঃ জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড.কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।বুধবার দুপুর সাড়ে ১২টায় ড.কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে তারা দেখা করেন।এ সময় পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন,সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান এবং মতিঝিল থানার ওসিসহ পুলিশের ১৫ শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন।সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন।
তিনি বলেন,নরমাল ডিউটির অংশ হিসেবে আমরা এখানে সৌজন্য সাক্ষাতের জন্য এসেছি।তার (ড.কামাল) নিরাপত্তা সংক্রান্ত কোনো অবজারভেশন আছে কিনা,তা জানার জন্য।এটি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।কী বিষয়ে কথা হল? ডিএমপি কমিশনার আসার কথা ছিল-এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,এটি নিয়ে তার সঙ্গে আপনারা (সাংবাদিকরা) কথা বলতে পারেন।কী আলোচনা হয়েছে,সে ব্যাপারে ডিটেইলস কিছু বলতে পারব না। আমি নরমাল ডিউটির অংশ হিসেবে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছি,দ্যাটস অল।
কমিশনারের সঙ্গে কী কথা হয়েছে,আর ড.কামাল কী বলেছেন-জানতে চাইলে ডিসি আনোয়ার বলেন,তার সিকিউরিটি পারপাসে কথা হয়েছে’।ওনার (ড.কামাল) সিকিউরিটি কনসার্ন আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন,উনি কনসার্ন হলে টেলিফোনে জানাবেন।ড.কামাল কি নিরাপত্তাহীনতায় ভুগছেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিসি আনোয়ার বলেন,না উনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এ জাতীয় তিনি কিছু বলেননি।নিরাপত্তার ব্যাপারে তা হলে স্বপ্রণোদিত হয়ে এসেছেন কিনা-জানতে চাইলে তিনি বলেন,নিরাপত্তার জন্য স্বাভাবিক ডিউটির অংশ হিসেবেই আমরা এসেছি।
গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে বৈঠক বর্জন করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।বৈঠক বর্জন করে বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,সিইসির আচরণ ভদ্রজনিত ছিল না।এ জন্য আমরা সভা বয়কট করেছি।তবে আমরা নির্বাচনে ফাঁকা মাঠে গোল দিতে দেব না।এ সময় তিনি সিইসি কেএম নুরুল হুদার পদত্যাগ দাবি করেন।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)