সংবাদমাধ্যমের গাড়ি ব্যবহারের অনুমতি চায় সম্পাদক পরিষদ

ডেইলিইউকেবাংলা নিউজঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে সাংবাদিক,সংবাদকর্মী এবং মিডিয়া সংশ্লিষ্ট যানবাহনের মুক্তভাবে চলাচল নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।বুধবার (২৬ ডিসেম্বর) সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম স্বাক্ষরিত একটি আবেদনপত্র নির্বাচন কমিশন বরাবর দেওয়া হয়।চিঠিতে বলা হয়,সাংবাদিক বা সংবাদপত্রকর্মীদের মোটরসাইকেল ও পরিবহনকারী যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করা হোক।চিঠিতে সাংবাদিক ও মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তি এবং যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।আগামী রবিবার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x