রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রস্তাব সমর্থন করবে না রাশিয়া
ডেইলিইউকেবাংলা নিউজঃ রোহিঙ্গা সমস্যা সামগ্রিক সমাধানের জন্য যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কোনও প্রস্তাব করা হয়,তবে তা সমর্থন করবে না রাশিয়া।বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) অনুষ্ঠিত ‘বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের ৪৭ বছর’ শীর্ষক এক সেমিনারে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগন্যাটোভ একথা বলেন।ইগন্যাটোভ বলেন,ব্রিটেন প্রস্তাবিত যে রেজ্যুলেশনটি নিয়ে আমরা আলোচনা করছি,সেটি আমরা এক শতাংশও সমর্থন করি না।যদি ধরেও নেওয়া হয় এটি গৃহীত হয়েছে,তাহলে মনে হয় না ভবিষ্যতে রোহিঙ্গা সমস্যার কোনও সমাধান হবে।
ইগন্যাটোভ আরও বলেন,এ বিষয়ে অনেক দেশের অনেক অবস্থান আছে,আমরা চীনের নীতিতে সমর্থন করি। আমরা বিশ্বাস করি না,মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করলে বিষয়টি দ্রুত সমাধান হবে।আমরা বিশ্বাস করি— চাপ প্রয়োগ করলে আরও বেশি সমস্যা তৈরি হবে।তিনি বলেন,রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ-মিয়ানমার যে চুক্তি সাক্ষর করেছে,সেটি বাস্তবায়ন হওয়া উচিত।রাশিয়ার রাষ্ট্রদূত বলেন,রাখাইনে সংঘটিত সহিংসতার সত্যিকারের অনুসন্ধান হওয়া উচিত।কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পূর্ণ ভিন্ন বিষয়।বিআইআইএসএস-এ অনুষ্ঠিত সেমিনারে পররাষ্ট্র সচিব শহীদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ সোসাইটি এই সেমিনারের আয়োজন করে।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)