ভোটে কোনো উদ্বেগ-উৎকণ্ঠা থাকবে না: সিইসি
ডেইলিইউকেবাংলা নিউজঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান দুদলের পাল্টাপাল্টি অভিযোগ এবং সাধারণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, অবশ্যই তা ভুল প্রমাণ হবে। আমরা প্রস্তুত-ভোটররা সবাই উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ভোটে অংশগ্রহণ করবে, কোনো উদ্বেগ-উৎকণ্ঠা থাকবে না।
শুক্রবার সকালে নির্বাচন ভবনে স্থাপিত একাদশ সংসদ নির্বাচনের ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে বলেন সিইসি।এ ছাড়া একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে সার্বিক পরিস্থিতি তুলে ধরতে শনিবার বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করবেন সিইসি কেএম নুরুল হুদা।প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, টেলিভিশনের মাধ্যমে আমরা তো দেখেছি মানুষ কীভাবে উৎসমুখর পরিবেশে রাস্তায় নেমে তাদের প্রার্থীদের পক্ষে প্রচার চালিয়েছে। কাজেই সেই অবস্থা বহাল ও বলবত থাকবে।
তিনি বলেন, নির্বাচনের প্রচারকাজ আজ সকাল সাড়ে ৮টা থেকে বন্ধ। এখন আমি আশা করব-সুষ্ঠু নির্বাচনের জন্য যার যার অবস্থানে থেকে সবাই নির্বাচনে অংশগ্রহণ করবেন। কেউ যেন কাউকে বাধা না দেয়।নিজেদের স্বাধীন মতো যার যার ভোট যেন সবাই দিতে পারেন। আইনশৃঙ্খলা বাহিনীকে খেয়াল রাখতে হবে সংখ্যালঘুরা যেন ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন।’
নুরুল হুদা বলেন,সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সবাইকে অনুরোধ করছি।ভোটাররা উৎসবমুখর পরিবেশে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন সেই প্রত্যাশা করব।তিনি বলেন,ভোট অবশ্যই উৎসবের হবে। তাতে আতঙ্কের কিছু নেই। এবারই প্রথম সর্বাধিক সংখ্যক প্রার্থী ও রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম এবং ইসি সচিব হেলালুদ্দীন, এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম এ সময় সিইসির সঙ্গেই ছিলেন।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)