ফাঁকা ঢাকার সড়কে সেনা, বিভিন্ন পয়েন্টে পুলিশ

ডেইলিইউকেবাংলা নিউজঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টঙ্গীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি প্রশাসনের। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি গাজীপুরে বিপুল সংখ্যক সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।শনিবার বিকালে টঙ্গী স্টেশনরোড এলাকায় লে.তানভীরের নেতৃত্বে ২০জন সেনা সদস্য বিভিন্ন প্রাইভেট কার ও যানবাহনে তল্লাশি চালায়।এ ব্যাপারে ক্যাম্প প্রতিনিধি লেফটেনেন্ট তানভীর বলেন,নির্বাচনকে সামনে রেখে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এবং আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।এর আগে শুক্রবার বিকাল থেকে সেনা সদস্যরা নির্বাচনী এলাকার বিভিন্নস্থানে নিরাপত্তা চৌকি বসিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচলরত যানবাহনে তল্লাশি চালায়।১৮ বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লে.কর্নেল মাহবুবুর রহমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনা সদস্যরা পুরো গাজীপুরে কাজ করছেন।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x