সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেইলিইউকেবাংলা নিউজঃ আগামীকাল রোববার সুষ্ঠু ও সুন্দর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।তিনি বলেছেন,নির্বাচনের পরিবেশ যথেষ্ট ভালো। আগামীকালকে নির্বাচন।আমি মনে করি,একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে।এবং পরিবেশ ভালো থাকবে।নির্বাচন নিয়ে আজ শনিবার রাজধানীতে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,কোনো অস্বস্তিকর পরিবেশ যারাই সৃষ্টি করতে চায়,নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে।এবং নিরাপদে আমাদের জনগণ,তাদের ভোট দিয়ে তারা বাড়ি ফিরতে পারবে।এর মধ্যে আমরা যত ধরনের যা করা লাগে আমাদের নিরাপত্তা বাহিনী তার ব্যবস্থা করেছে।আর সঙ্গে সঙ্গে আমাদের ইলেকশন কমিশনও সব সময় তদারক করছে যাতে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x