ইভিএমে ভোট দিয়ে খুশি ভোটাররা
ডেইলিইউকেবাংলা নিউজঃ একাদশ সংসদ নির্বাচনে ইভিএমের (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে ভোট দিয়ে খুশির কথা জানিয়েছেন সাধারণ ভোটাররা।এবার ২৯৯ আসনের মধ্যে ছয়টি আসনের ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।ব্যালট পেপারের পাশাপাশি দেশে এবার প্রথম বারের মতো ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে।আসনগুলো হলো- ঢাকা-৬,ঢাকা-১৩,চট্টগ্রাম-৯,রংপুর-৩,খুলনা-২ এবং সাতক্ষীরা-২।এর আগে রবিবার সকাল ৮টা থেকে ব্যাপক উদ্দিপনার মধ্যদিয়ে সারাদেশে ভোট গ্রহণ শুরু হয়।তীব্র শীত উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে আসতে থাকেন।বেলা বাড়ার সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।
ইভিএমে অনুষ্ঠিত ছয়টি আসনে ভোট কেন্দ্র আটশ পঁয়তাল্লিশটি।মোট ভোট কেন্দ্র পাঁচ হাজার পঁয়তাল্লিশটি।মোট ভোটার ২১ লাখ চব্বিশ হাজার পাঁচশ ৫৪ জন।মোট আটচল্লিশ জন প্রার্থীর মধ্যে থেকে তারা বেছে নেবেন ছয়জনকে।ইভিএম মেশিনে ভোট দেয়ার পর কয়েকজন ভোটার তাদের প্রতিক্রিয়ায় জানান,তারা বেশ উৎফুল্লা।খুব অল্প সময়ে মধ্যেই তারা ভোট দিতে পেরেছেন।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)