ভোট শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক: ইসি সচিব

ডেইলিইউকেবাংলা নিউজঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২২টি কেন্দ্র ছাড়া বাকি সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।তবে রংপুর বিভাগে অনুষ্ঠিত শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে গর্ববোধ করা যায় বলেও উল্লেখ করেছেন তিনি।রোববার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশন সচিব বলেন,২২টি কেন্দ্র ছাড়া বাকি সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।তবে সারাদেশে কিছু সহিংস ঘটনা ঘটেছে।কমিশনের এসব বিষয় নজরে এসেছে।অভিযোগের প্রত্যেকটি ঘটনা তদন্ত করে নিষ্পত্তির জন্য প্রধান নির্বাচন কমিশানার আইন শৃংখলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যা নিয়ে নির্বাচন কমিশন গর্ববোধ করতে পারে বলেও মনে করেন তিনি।ইসি সচিব আরও বলেন,আজ সেই প্রত্যাশিত দিন—সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশানারসহ ৬৬ জন রিটার্নিং অফিসাররা দায়িত্বপালন করেছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে ৫৮২জন কাজ করেছেন।সেনাবাহিনীসহ ৬ লাখ আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে কাজ করেছেন।২৯৯টি আসনে ৪০ হাজার ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে জানিয়ে তিনি বলেন,এর মধ্যে একটি আসনে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।সেখানে আগামী ২৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।৪০ হাজার কেন্দ্রের মধ্যে মাত্র ২২টি কেন্দ্রের ভোট গ্রহণ গোলযোগ ও অনিয়মের কারণে স্থগিত করা হয়েছে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x