আবারও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন বিয়ানীবাজারের ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী

ডেইলিইউকেবাংলা রিপোর্টঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে টানা ৩য় বারের মতো নিয়োগ পেয়েছেন বিয়ানীবাজারের সন্তান  ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বীর বিক্রম ।

১৪ জানুয়ারি  সোমবার ড. তৌফিক-ই-এলাহী চৌধুরীসহ পাঁচ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তারা মন্ত্রীর পদমর্যাদা ভোগ করবেন। ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর জন্ম ১৯৪৫ সালে।   পৈতৃক বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের নাটেশ্বর গ্রামে। তাঁর বাবার নাম শাখাওয়াত হোসেন চৌধুরী এবং মায়ের নাম সুফিয়া চৌধুরী।তাঁর স্ত্রী পল্লী কবি জসীম উদ্দীনের বড় মেয়ে আসমা তৌফিক চৌধুরী। তাঁদের রয়েছে দুই মেয়ে।

ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম ১৯৭১ সালে মেহেরপুর জেলার প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। মার্চে অসহযোগ আন্দোলন চলাকালে ২১-২৩ মার্চ তিনি ঝিনাইদহে কয়েকজন বাঙালি সহকর্মীর সঙ্গে মিলিত হন। আলোচনা করে সিদ্ধান্ত নেন যদি সামরিক সংঘর্ষ অবধারিত হয় তবে তাঁরা নিজ নিজ এলাকায় প্রতিরোধ গড়ে তুলবেন। স্বাধীনতার পর তৌফিক-ই-ইলাহী চৌধুরী পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সচিব পদে উন্নীত হয়ে অবসর নেন। গত দুই মেয়াদে তিনি প্রধানমন্ত্রীর জ্বালানি  উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী ছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রাপ্তরা হলেন- এইচ টি ইমাম (রাজনৈতিক), ড. মসিউর রহমান (অর্থনৈতিক), ড. গওহর রিজভী (আন্তজার্তিক সম্পর্ক) এবং মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক (নিরাপত্তা)।

নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার এক সপ্তাহ পর এই পাঁচজনকে ফের উপদেষ্টা নিয়োগ করে মন্ত্রিপরিষদ বিভাগের আদেশ হয়। নতুন সরকারের শপথ নেওয়ার দিন গত ৭ জানুয়ারি থেকে এদের নিয়োগ কার্যকরা ধরা হয়েছে।

উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। নতুন সরকারের মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী নিয়োগ দিয়েছেন শেখ হাসিনা।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x