মনির খানের অঞ্জনা : রাজাকারদের স্বসম্মানে পূর্ণবাসন ?

সাহিদুর রহমান সুহেল || অতি সম্প্রতি শিল্পী মনির খানের অঞ্জনা ২০২০ গানটি মুক্তি পেয়েছে ৷নিঃসন্ধেহে মনির খান বাংলাদেশের সেরা শিল্পীদের একজন ৷ আমার একজন প্রিয় শিল্পী ৷ তার জনপ্রিয়তা যদি বলতে চাই মূলত ভালো কন্ঠের পাশা-পাশি “অঞ্জনা”গানটি দিয়ে দর্শকের হৃদয়ে আসীন ৷ “অঞ্জনা”নামের কেউ তার জীবনের সাথে সম্পৃক্ত কিনা বা এটা কাল্পনিক চরিত্র কিনা সেটা মনির খান ছাড়া

কিংবা গানগুলোর গীতিকার মিল্টন খন্দকার ছাড়া কেউ বলতে পারবেনা ! অঞ্জনা যেই হোক তার জন্য আজ আমরা মনির খানকে পেলাম ৷

প্রিয় হলেও যে প্রিয় মানুষের ভুলগুলো যে মেনে নিতে হবে সেতো কথা নয় ৷ তার নতুন অঞ্জনা গানে দুটি জায়গায় আমার আপত্তি ৷ শিল্পীদের গানে ভক্তরা যেমন অনুপ্রাণিত হয় ,তেমনি গানের সাথে জীবনের মিল খুঁজে জীবনটাকে সেই রকম পরিচালিত করে ! গান জীবনকে প্রবাবিত করে । শিল্পী মনির খান অঞ্জনাকে স্বার্থপর বলে বেড়াচ্ছেন,তিনি নিজেও কি কম স্বার্থপর বিএনপি থেকে নমিনেশন না পেয়ে দল ছাড়লেন…

তার নতুন গানে কিছু কথা দেশ ও সমাজের সাথে অসামঞ্জস্য দেখতে পারছি যেমন;

১,ওরে তোর মা-বাবা সীমারেরি ভক্ত….

প্রত্যেক মা-বাবা তার সন্তানের ভালোটাই চায় ৷ আপনি যেই হোন ভালোবাসার মানুষকে পেলেননা,তাই বলেকি বাবা-মাকে সীমারের সাথে তুলনা করবেন ? ভক্তরা কিংবা গানের শ্রুতারা এই লাইন দ্বারা ভালোবাসা সফল না হলে মা-বাবার প্রতি একটি বিদ্বেষ ধারণা হবে ৷ বাজারজাত করণের পর গানটাতো সার্বজনীন হয়ে যায় ৷ এই গানটায় মা-বাবাকে সীমারের ভক্ত কেন বলা হলো ? আর প্রত্যেক ভালোবাসার গল্প ভিন্ন ! গীতিকার এই লাইনটিকে সার্বজনীন করতে পারেননি ! শিল্পীর কাজ সৃষ্টি,ধ্বংশ নয় ৷ মা-বাবা আমাকে জন্ম দিয়েছেন বলে আমি কৃতজ্ঞ !

২,..রাজাকারের মতো তুই করলি বেইমানি,বাংলাদেশে জন্ম যে তোর স্বভাব পাকিস্তানী,দেশের প্রতি প্রেমের প্রতি ছিলোনা

যে তোর টান ৷তবু আজও তোর প্রতি আছে আমার সম্মান…..

বাংলার ইতিহাসে মীরজাফর এবং রাজাকার সবচেয়ে ঘৃণিত শব্দ কেন তাহা আর নতুন করে বলার কিছু নেই ৷ আপনি যাকে রাজাকার বললেন আবার তার প্রতি এখনো আপনার অনেক সম্মান ! ব্যাপারটি কি এই যে,রাজাকারদেরকে স্বসম্মানে পূর্ণবাসন করলেন ? রাজাকার ডেকে আবার সম্মান দেখিয়ে আমাদের এিশ লক্ষ শহীদ আর দু’লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে কি অপমান করলেননা ? একজন দেশ প্রেমিক রাজাকারকে কেউ সম্মান করেনা ৷ আপনি যে দলের হোননা কেন সু-কৌশলে রাজাকারের পূর্ণবাসন স্বম্ভব নয় ৷

বাংলাদেশ এবং মা-বাবা সম্পর্ক নিয়ে আমার লেখায় সেরাটা তুলে ধরছি ৷ গানটার কথা মা-বাবার সম্পর্কের এবং দেশের মুক্তিযুদ্ধের সাথে বড়ই বেমানান ৷ তাই বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ গানটির বিরুদ্ধে সকল ধরনের ব্যবস্থা নিতে ৷ সংগীতেও দুষ্ট শক্তির প্রবেশ হয়েছে,অপশক্তির কৌশল শুধু বক্তা-কু বক্তা,সু বক্তাদের দখলে নয়,শিল্পী এবং গীতিকারের মধ্যেও রয়েছে ৷

Leave a Reply

Developed by: TechLoge

x