ঘুমহীন’ ঘুমন্ত শহর
জান্নাতুল চৌধুরী তামান্না:পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যস্ততম শহর হচ্ছে নিউইয়র্ক !! যে শহর কখনো ঘুমায় না, নির্ঘুম শহর নিউইয়র্ক আজ ঘুমন্ত। ঘুমন্ত শহর দেখে আঁতকে উঠার কথা সবারই, আমি আপনি অথবা আপনারা কিসের পিছনে ছুটছি !! কখনো কি ভেবে দেখেছি মৃত্যুই আমাদের শেষ গন্তব্য । আজ মৃত্যুর ভয়ে ঘুমন্ত নিউইয়র্ক, মৃত্যুর ভয়ে কাঁপছে বিশ্বর সবচেয়ে শক্তিশালী নেতা ডোনাল্ড ট্রাম্প, বার বার নিজেকে পরীক্ষা করছেন তিনি ভাইরাস মুক্ত কিনা । ষাট বছর বয়সের ঊর্ধ্বে যারা সবারই মোটামুটি মনে মনে ভয় হচ্ছে, তাহলে কি ব্রিটিশ প্রধানমন্ত্রী তার উর্ধে !! মোটেও না কেউই এই বিষাক্ত ভাইরাস এর ঊর্ধ্বে নয়। হয়তো সে কারণেই গতকাল ১৫ ই মার্চ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জাতীয় প্রার্থনা দিবস পালন করেন !! কি অদ্ভুত একটা ব্যাপার ??? পুরো বিশ্বকে কাঁপিয়ে তুলতে পারে সেই ভয়াবহ শব্দের নাম হচ্ছে মৃত্যু । চায়নার মত শক্তিশালী ধনী দেশ সামান্য একটা করোনাভাইরাস এর কাছে আত্মসমর্পণ করল । ইন্ডিয়ায় গোমূত্র পান অভিযান চলছে, গোমূত্র পানের শক্তিশালী হয়ে উঠবে শরীর, তাতে করে করনা থেকে রেহাই পেতে পারে অনেক গোমূত্র পানকারী । মুসলমানরা গত দুদিন আগে একটা সময় নির্ধারণ করে পুরো বিশ্বে সূরা ইয়াসিনের খতম পড়ছেন, সবাই নিজ নিজ ঈশ্বর আর ধর্মের কাছে মাথা নত করছেন। মজার ব্যাপারটা হলো, সকল মানব শক্তি আত্মসমর্পণ করেছে একটা শক্তির কাছে, আজ সর্বশেষে সত্য স্পষ্ট প্রত্যেকটা মানুষের চোখে !! সেটা হচ্ছে আল্লাহ, ঈশ্বর অথবা ভগবান শক্তি। এই শক্তির প্রতি যার অগাধ বিশ্বাস সেই বিজয়ী হতে পারে ।
নিউইর্রক এর সিটি মেয়র ডি ব্লাজিও স্টেট ইর্মাজেন্সি ঘোষণা করেছেন। আমেরিকার স্বাস্থ্য বিভাগের তথ্যে জানা গেছে, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে এ পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। আর নিউ ইর্য়কে ৯৫ আক্রান্ত হয়েছেন, যা গতকাল পর্যন্ত ছিলো ৫৫ জন। সামনে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কায় সিটি মেয়র জরুরি অবস্থা ঘোষণা করলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক জরুরি ব্রিফিংয়ে নিউইর্য়ক সিটি মেয়র ডি ব্লাজিও জানান, পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে আশঙ্কা ও সর্তকতায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তবে তিনি বলেন, যে দুটো স্কুল বন্ধ করা হয়েছে সেখানে আক্রান্ত শিক্ষার্থী সনাক্ত হয়েছে বিধায় অন্যদের স্বাস্থ্য সর্তকতা নিশ্চিত করতে পদক্ষেপ নেয়া হয়েছে। কিন্তু পরিস্থিতি এমন হয়নি যে, অন্যসব স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে।
অন্যদিকে এর আগে ওয়াশিংটন ডিসি ও পেনসিলভেনিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। মিশিগান স্টেট এর অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে । সেকেন্ডারির বাচ্চাদের বলা হচ্ছে অনলাইন ক্লাস করতে ।
ইংল্যান্ডে এ পর্যন্ত মৃত্যু ঘোষণা করা হয়েছে ৩৫ জন । উন্নত দেশগুলোতে যখন 35 জন মৃত ঘোষণা করা হয় তখন সাধারণ মানুষদের আঁতকে ওঠার কথা । ইংল্যান্ডের মেয়র ইলেকশন ছিল মে মাসের ২০২০, এটাকে আরো এক বছর এক্সটেনশন করে দেওয়া হল ! ইংল্যান্ডের ডেত রেইট ধারণা করা হচ্ছে ৫%, ন্যাশনাল অফিশিয়াল স্ট্যাটিস্টিক অনুযায়ী ২০১৮ এর ইংল্যান্ড জনসংখ্যা ৬.৪ মিলিয়ন ! সেই হিসাবে ৫% অনেক বড় অংকের জনসংখ্যা । তবে অনেক গবেষক মনে করছেন না এত বড় একটা ধাক্কা যাবে। ইংল্যান্ডের জনগণ অনেক সচেতন সেই সচেতনতার সূত্র ধরে বার-রেস্টুরেন্ট বলতে গেলে প্রায় অচল হয়ে পড়েছে । ইংল্যান্ডের স্কুলগুলো এখনো সরকারি পক্ষ থেকে বন্ধ দেয়া হয় নাই তবে অনেক অভিভাবক হয়ে তাদের বাচ্চার স্কুলে দিচ্ছেন না । পরিস্থিতি যদি খারাপ হয় তবে ইংল্যান্ডের জিসিসি এবং এ-লেভেল পরীক্ষা সেপ্টেম্বরের নিয়ে যাওয়া হতে পারে ।
এইদিকে ইটালির অবস্থা ভয়াবহ থাকার কারণে দুই লক্ষ বাংলাদেশি প্রবাসীরা বেশ আতঙ্কিত এবং অনেকেই গৃহবন্দী অবস্থায় আছেন, সোসিয়াল যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই জানা অজানা সবার কাছে দোয়া প্রার্থনা করছেন আর অন্যদিকে বাংলাদেশে মুখোশধারী ব্যক্তিরা পথচারীদের ফ্রী মাস্ক দেওয়ার কথা বলে মাস্ক পরিয়ে বেহুশ করিয়ে হাতিয়ে নিচ্ছেন মোবাইল মানিব্যাগ সহ অনেক দামি জিনিসপত্র ।
এই হচ্ছে বর্তমান পৃথিবীর পরিস্থিতি, যে পৃথিবীতে যুদ্ধ ছিল ধর্মে ধর্ম । নির্দ্বিধায় মানুষ মানুষকে হত্যা করত । অন্যায়, অত্যাচার জেনা-ব্যভিচার, হিংসা বিদ্বেষ, মদ জুয়া নারী সবকিছু মানুষের নিত্যসঙ্গী হয়ে উঠেছিল ! ঠিক তখনই ঈশ্বর তাহার উপস্থিতি স্মরণ করিয়ে দিলেন বিশ্বের প্রত্যেকটি মানুষকে সামান্য একটা ভাইারাস দিয়ে । অর্থনৈতিবীদ দের মতে এই দুর্যোগ চলে যাবার পর বিশ্বে দেখা দেবে বিরাট এক অর্থনৈতিক সংকট ।