ফ্রান্সে যুবলীগ নেতা কর্মীদের সভা অনুষ্টিত

প্যারিস থেকে,  আহমদ আব্দুল হাই ।। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশ আওয়ামী যুবলীগের  এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ২০ ফেব্রুয়ারী সোমবার প্যারিসের গার্দনর্দের এক অভিজাত রেষ্টুরেন্টেবিপুল সংখ্যক যুবলীগ নেতাকর্মীদের উপস্থিতিতে এসভা  অনুষ্ঠিত হয়।

যুবলীগ নেতা আলীম উদ্দিন সুমনের আহবানে অনুষ্ঠিত এসভায়   অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামীলীগ নেতা জাকির হোসেন,মাছুম আহমদ,আব্দুল্লাহ আল তায়েফ ,সাঈদ আহমদ,মিজানুর রহমান জামাল,আজীজুর রহমান আজীজ।  এতে  বক্তব্য রাখেন যুবলীগ নেতা আজমল হোসেন,মিজান আহমদ,কামাল আহমদ,লাভু চৌধুরী ,নাজমুল হোসেন ,সালেহ আহমদ ,স্বপন আহমদ,সাদিকুর রহমান সাদিক সহ আরো অনেকে।

সভায়  দীর্ঘদিন যাবৎ যারা ফ্রান্স ও দেশ থেকে আসা আওয়ামীলীগ ও যুবলীগের জন্য কাজ করা নিবেদিত নেতা কর্মী রয়েছেন তাদের নিয়ে অচিরেই যুবলীগের কমিটি গঠনের অভিমত  ব্যাক্ত করা হয়।

সভায়  ফ্রান্সসহ দেশে- বিদেশে  বি এনপি ,জামাত-শিবির  সন্ত্রাসীদের নৈরাজ্যের বিরূদ্ধে রূখে দাড়াতে মাঠ পর্যায়ের শক্ত নেতৃত্বদের সৃষ্টির লক্ষ্যে  আওয়ামীযুবলীগের সকল নেতা-কর্মীদের  ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।

Leave a Reply

More News from প্রবাস

More News

Developed by: TechLoge

x