“ইউনাইটেড সিলেট এসোসিয়েশন অব বাংলাদেশ মিলান ইতালি”র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত
আব্দুল বাছিত দলই , ইতালি ব্যুরো প্রধান ।। “ইউনাইটেড সিলেট সোশ্যাল কালচারাল এসোসিয়েশন অব বাংলাদেশ মিলান ইতালি”র উদ্যোগে ইতালির মিলানে আয়োজন করা হয় এক ইফতার ও দোয়া মাহফিল। ১০ জুন রবিবার মিলান কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্টিত ইফতার মাহফিলে আগত সকল মুসল্লিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক কমিটির পক্ষে, প্রধান আহ্বায়ক কবির মিয়া ।
ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুগ্ম আহ্বায়ক জিনু মিয়া, তারা মিয়া, আজীম উদ্দিন ,শাহীন আহমদ, আব্দুল হান্নান, সুয়েব মিয়া, লুতফুর রহমান,ফয়েজুর রহমান ও আরো অনেকে ৷
ইফতার মাহফিলে রোজার মর্যাদা,ফজিলত ও তাৎপর্য তুলে ধরে বয়ান পেশ এবং বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন মিলান কেন্দ্রীয় জামেমসজিদ এর খতীব মাওলানা জুনাঈদ সুবহান। এ সময় উপস্থিত ছিলেন মিলানের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মিলান বাংলা প্রেস ক্লাবের নেত্রীবৃন্দ ।
More News from প্রবাস
-
যুক্তরাজ্যের বিশিষ্ঠ ব্যবসায়ী খালেদ চৌধুরীর ইন্তেকাল : ডেইলিইউকেবাংলা ডটকমের শোক
-
লন্ডনে সালমান শাহ জননী নীলা চৌধুরীর সংবাদ সম্মেলন: পিবিআই রিপোর্ট প্রত্যাখ্যান
-
কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে প্রয়াতদের স্মরন ও দোওয়া মাহ্ফিল
-
কনজারভেটিব ফ্রেন্ডস অফ বাংলাদেশ বার্মিংহাম-মিডল্যান্ডস উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন
-
স্মলহিথ পার্কের শহীদ বেদীতে কনজারভেটিব পার্টির পুষ্পস্তবক অর্পণ