বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম স্কটল্যান্ড শাখার অভিষেক অনুষ্ঠিত (ইউকেবাংলা টিভি নিউজ সহ )

আব্দুল কাদির চৌধুরী মুরাদ।। সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম স্কটল্যান্ড শাখার অভিষেক অনুষ্ঠিত হলো।

১৬ সেপ্টেম্বর রবিবার স্কটল্যান্ড শাখার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও  সাধারন সম্পাদক সৈয়দ সামসুল ইসলাম সায়েমের পরিচালনায়  অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য কেন্দ্রীয় শাখার সভাপতি মোহাম্মদ নাজিমুদ্দিন। প্রধান বক্তা ছিলেন সাধারন সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, ।

স্কটল্যান্ডের বিপুল সংখ্যক বিশিষ্টজনের উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্যের  সহ-সভাপতি  আসুক আহমেদ আসুক, শিশুবিষয়ক সম্পাদক নাসিরুদ্দিন আহমদ ফয়সল, স্কটল্যান্ড আওয়ামীলীগের সভাপতি  গোলাম আনিস চৌধুরী, ও সহ-সভাপতি সাহানুর চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম স্কটল্যান্ড শাখার সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, শান্ত সাহা, আসেক মাহমুদ পার্থ, সাংবাদিক হুমায়ুন কবির, নাট্যকার ফখরুল ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব   ডঃ ওয়ালী তাসারুদ্দিন এম, বি, ই ও আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সুখী এবং সমৃদ্ধশালী,  সোনার বাংলা গড়ার  স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন আবর্তিত হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি  বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে হত্যা করে স্বাধীনতা বিরোধী মহল। তারা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তাঁর আদর্শকেও মেরে ফেলেছে। কিন্তু বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে উন্নয়নের মহাসড়কে দেশকে সর্বক্ষেত্রে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

পরিশেষে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন লন্ডনের জনপ্রিয় শিল্পী শতাব্দী কর ও অন্যানোরা।

Leave a Reply

More News from প্রবাস

More News

Developed by: TechLoge

x