দ. আফ্রিকায় আগুনে দুই ভাইসহ চার বাংলাদেশি নিহত
ডেইলিইউকেবাংলা নিউজঃ দক্ষিণ আফ্রিকায় এক বিপণিবিতানে অগ্নিকাণ্ডে চার বাংলাদেশির মৃত্যু পাওয়া গেছে।পরিবারের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হলেও দক্ষিণ আফ্রিকা থেকে এ খবরের সত্যতা যাচাই করতে পারেনি।জানা গেছে,নিহতদের মধ্যে তিনজনের বাড়ি ফেনীতে।অন্যজনের বাড়ি জামালপুরে। তাদের পরিবারে চলছে শোকের মাতম।নিহতরা হলেন- ফেনীর দাগনভূঁইয়া উপজেলার জগৎপুর গ্রামের বজলের রহমান খানের ছেলে মমিনুল হক (৫০),সোনাগাজী উপজেলার চর মজলিশপুর গ্রামের আবুল খায়েরের ছেলে আনোয়ার হোসেন (২৭),মোশারফ হোসেন (২৫) এবং জামালপুর জেলার মো.ইব্রাহীম।
নিহত মমিনুলের ভাই নবিউল হক জানান,শনিবার ভোরে দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের ব্রিটস শহরের একটি বিপণিবিতানে এ ঘটনা ঘটে।নবিউল হক জানান,তার ভাগনে আমজান হোসেন (আনোয়ারের বড় ভাই) দক্ষিণ আফ্রিকা থেকে টেলিফোনে জানিয়েছেন,ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর আগেই চারজনের মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।তিনি জানান, তার বড় ভাই ও দুই ভাগনের মৃত্যুতে পরিবারের সবাই বারবার মূর্ছা যাচ্ছেন।স্থানীয়ভাবে তাদের মৃত্যুর খবর আমরা জেনেছি বলে জানান দাগনভূঁইয়া থানার ওসি সালেহ আহম্মদ পাঠান।
More News from প্রবাস
-
যুক্তরাজ্যের বিশিষ্ঠ ব্যবসায়ী খালেদ চৌধুরীর ইন্তেকাল : ডেইলিইউকেবাংলা ডটকমের শোক
-
লন্ডনে সালমান শাহ জননী নীলা চৌধুরীর সংবাদ সম্মেলন: পিবিআই রিপোর্ট প্রত্যাখ্যান
-
কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে প্রয়াতদের স্মরন ও দোওয়া মাহ্ফিল
-
কনজারভেটিব ফ্রেন্ডস অফ বাংলাদেশ বার্মিংহাম-মিডল্যান্ডস উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন
-
স্মলহিথ পার্কের শহীদ বেদীতে কনজারভেটিব পার্টির পুষ্পস্তবক অর্পণ