ইতালিতে সিটি নির্বাচনে বাংলাদেশি কমিশনার
ডেইলিইউকেবাংলা নিউজঃ ইতালির অন্যতম শিল্পনগরী ব্রেসিয়ার সিটি নির্বাচনে নুরুল হক নামে এক বাংলাদেশি কমিশনার নির্বাচিত হয়েছেন।জানা যায়,সম্প্রতি ইতালির ব্রেসিয়া সিটিতে স্থানীয় কমিশনার পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।নুরুল হক ব্রেসিয়ার ডন বসকো এলাকা থেকে কমিশনার নির্বাচিত হন।মো.নুরুল হক কুমিল্লার লালমাই উপজেলার নোয়াগাঁও এলাকার অধিবাসী।তিনি বাংলাদেশ ও ইতালির নাগরিক হিসেবে বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত। এছাড়া তিনি বৃহত্তর কুমিল্লা সমাজ ব্রেসিয়ার সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন।তিন মেয়ে ও স্ত্রী কোয়েল ভূঁইয়াকে নিয়ে ব্রেসিয়ার ভিয়া ক্রসিকা এলাকায় বসবাস করছেন নুরুল হক। ইতালি আসার আগে নুরুল হক বাংলাদেশে আইন পেশায় নিযুক্ত ছিলেন।
More News from প্রবাস
-
যুক্তরাজ্যের বিশিষ্ঠ ব্যবসায়ী খালেদ চৌধুরীর ইন্তেকাল : ডেইলিইউকেবাংলা ডটকমের শোক
-
লন্ডনে সালমান শাহ জননী নীলা চৌধুরীর সংবাদ সম্মেলন: পিবিআই রিপোর্ট প্রত্যাখ্যান
-
কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে প্রয়াতদের স্মরন ও দোওয়া মাহ্ফিল
-
কনজারভেটিব ফ্রেন্ডস অফ বাংলাদেশ বার্মিংহাম-মিডল্যান্ডস উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন
-
স্মলহিথ পার্কের শহীদ বেদীতে কনজারভেটিব পার্টির পুষ্পস্তবক অর্পণ