সিলেট স্টেডিয়ামে ‘প্রবাসী গ্যালারি’নামকরণের দাবি(WITH UKBANGLA TV NEWS)
ডেইলিইউকেবাংলাডটকম।। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালরির একটা অংশ ‘প্রবাসী গ্যালারি’ নামকরণের দাবি করেছে বাংলাদেশ ক্রীড়া পরিষদ, ইউকে। গত ২৩ ফেব্রুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলের কাছে এমন দাবি করেছে বাংলাদেশ ক্রীড়া পরিষদ, ইউকে। সংগঠিনটির পক্ষে নাদেল চৌধুরীর সঙ্গে দেখা করে স্মরকলিপি তুলে দেন সাধারণ সম্পাদক সহিদুর রহমান সুহেল। পরে তিনি জেলা ক্রীড়া সম্পাদক মাহি উদ্দিন আহমদের সাথেও দেখা করেন।
অগ্রাধীকার ভিত্তিতে ও ৩০ শতাংশ কম দামে প্রবাসীরা যাতে যে কোনো আন্তর্জাতিক ম্যাচের টিকিট কিনতে পারেন তার সংস্থান রাখার দাবিও করা হয় ওই চিঠিতে। ব্যাপারটা বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন সিলেটের এ সংগঠক।
এছাড়া যুক্তরাজ্যে অবস্থান করার সময় বিশ্বকাপের সূচির কোনো এক ফাঁকে বাংলাদেশ দলকে সংবর্ধনা দিতে চায় বাংলাদেশ ক্রীড়া পরিষদ, ইউকে। আগামী ২৮ মে থেকে যুক্তরাজ্যে শুরু হবে বিশ্বকাপ ক্রিকেটে ২০১৯। টুর্নামেন্ট শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা l
More News from প্রবাস
-
যুক্তরাজ্যের বিশিষ্ঠ ব্যবসায়ী খালেদ চৌধুরীর ইন্তেকাল : ডেইলিইউকেবাংলা ডটকমের শোক
-
লন্ডনে সালমান শাহ জননী নীলা চৌধুরীর সংবাদ সম্মেলন: পিবিআই রিপোর্ট প্রত্যাখ্যান
-
কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে প্রয়াতদের স্মরন ও দোওয়া মাহ্ফিল
-
কনজারভেটিব ফ্রেন্ডস অফ বাংলাদেশ বার্মিংহাম-মিডল্যান্ডস উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন
-
স্মলহিথ পার্কের শহীদ বেদীতে কনজারভেটিব পার্টির পুষ্পস্তবক অর্পণ