বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের এমনেসটির দাবি নিয়ে জেস ফিলিপস এমপির কাছে স্মারকলিপি প্রদান
রাজু আহমদ, বার্মিংহাম থেকেঃ যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে শুরু হওয়া একটি ক্যাম্পেইন গ্রুপের পক্ষ থেকে বার্মিংহামের ইয়ার্ডলীর এম পি জেস ফিলিপস এর সাথে সাক্ষাৎ করে কাউন্সিলর সাদেক মিয়া সমসু প্রস্তাব করেন যে লেবার পার্টির এমপি রুপা হকের মতো যেন সংসদে বৈধ কাগজপত্রহীন যারা ব্রিটেনে আছে তাদের বৈধতা দেয়ার এমনেসটির বিষয়টি এবং তারা বৈধতা পেলে সরকারি কোষাগারে আর্থিক সহযোগিতায় অবদান রাখবেন তা সংসদে উপস্থাপন করার । এই বিষয়ে অনুরোধ করে তারা একটি স্মারকলিপিও প্রদান করেন ।
এসময় অনুষ্ঠানে জেস ফিলিপস এমপি বলেন যে তিনি বাংলাদেশি কমিনিটির অনুরোধের ভিত্তিতে এমনেসটির বিষয়টি ব্রিটিশ পার্লামেন্টে শীঘ্রই নতুন ইম্মিগ্রেশন মিনিস্টারের কাছে উদ্যাপন করবেন ।
নুতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ২০০৮ সালে লন্ডন মেয়র থাকাকালীন সময় থেকে বৈধকাগজপত্রহীন অভিবাসী যারা দীর্ঘদিন ধরে বসবাসকারী তাদের এমনেসটির মাধ্যমে বৈধতা দেয়ার পক্ষে । তিনি প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে তার প্রথম দিনেই রুপা হক এমপির এমনেসটি বিষয়ের প্রশ্নের জবাবে তার আগের অবস্থানই নিশ্চিত করেছেন ।
বর্তমানে ১০ বছরের বেশি সময় ধরে যেই সমস্ত বৈধ কাগজপত্রবিহীন অভিবাসী ব্রিটিনে রয়েছে তাদের বৈধতা দেয়ার জন্য সরকারের কাছে আবেদন করে পার্লামেন্টের একটি পিটিশন চলমান রয়েছে তাই সবাইকে পিটিশনটি সাইন করার জন্য অনুরোধ করা হচ্ছে ।
জেস ফিলিপস এমপির সহিত আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর সাদেন মিয়া সমসু, মিসবাহউর রহমান, সাজন মিয়াজ, মারুফ আহমেদ ওবায়দুল কবির খোকন , জয়নাল ইসলাম সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন আশিক মিয়া ও কামাল আহমেদ এবং মূল বক্তব্য উপস্থাপন করেন রাজু আহমেদ ।
More News from প্রবাস
-
যুক্তরাজ্যের বিশিষ্ঠ ব্যবসায়ী খালেদ চৌধুরীর ইন্তেকাল : ডেইলিইউকেবাংলা ডটকমের শোক
-
লন্ডনে সালমান শাহ জননী নীলা চৌধুরীর সংবাদ সম্মেলন: পিবিআই রিপোর্ট প্রত্যাখ্যান
-
কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে প্রয়াতদের স্মরন ও দোওয়া মাহ্ফিল
-
কনজারভেটিব ফ্রেন্ডস অফ বাংলাদেশ বার্মিংহাম-মিডল্যান্ডস উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন
-
স্মলহিথ পার্কের শহীদ বেদীতে কনজারভেটিব পার্টির পুষ্পস্তবক অর্পণ